Our Story
আমরা তিনজন বন্ধু। একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম — “নিজেদের কিছু তৈরি করব।”
কোন বড় ক্যামেরা, কোন বড় স্টুডিও— কিছুই ছিল না।
শুধু একটা ফোন, কয়েকটা টি-শার্ট, আর বিশ্বাস।
আমরা নিজেরাই ডিজাইন করেছি, নিজেরাই শুট করেছি, নিজেরাই বিক্রি করেছি।
এটা আমাদের গল্প — পরিশ্রমের, ভালোবাসার, আর বন্ধুত্বের।
আজ Dark Aura শুধু একটি নাম নয় — এটি আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি।
আমরা বিশ্বাস করি, কালো মানে অন্ধকার নয় — এটি আত্মবিশ্বাস, রহস্য, এবং শক্তির প্রতীক।
সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদের উপহার দেবো —
আমরা চাই Dark Aura হোক এমন একটি নাম, যা মানুষ গর্ব করে পরে।